বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে ব্যপক আগ্রহ উদ্দীপনা রয়েছে। অবশেষে জানাগেল কবে নাগাদ দেশে ফিরছেন তিনি।
জানাগেছে— লন্ডনে পবিত্র ঈদুল ফিতর পালন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের পর দেশে ফিরবেন। লন্ডনের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন এই নেত্রী।
বেগম জিয়ার দেশে ফেরার বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালক। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
এমএ মালেক বলেন, ‘আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমারে সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা যুক্তরাজ্য বিএনপির টিম উনার পাশে আছি। আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব ভালো আছেন। আমরার উনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন।