সোমবার বিকেলে উল্লাপাড়ার এক নব মুসলিমকে জীবিকা নির্বাহের জন্য অটো ভ্যান প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। নব মুসলিম নুর ইসলাম উপজেলার সোনতলা গ্রামের বাসিন্দা।
নব মুসলিম নুর ইসলাম জানান, তিনি ২০০৯ সালে হিন্দুধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করেন। হিন্দু থাকা অবস্থায় নুর সেলুনের কাজ করতেন। মুসলিম ধর্ম গ্রহন করার পর তিনি সেলুনের কাজ বাদ দিয়ে শ্রমিকের কাজ করেন।
কিন্তু পরিবার পরিজন নিয়ে বর্তমান বাজারে সংসার পরিচালনা খুবই কঠিন হয়ে পড়ছিল। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অটো ভ্যানের জন্য আবেদন করেন।
তার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাকাত ফান্ড থেকে ৭০ হাজার টাকা মূ্ল্যের একটি অটো ভ্যান দিয়েছেন। অটো ভ্যান প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, নব মুসলিম নুর ইসলামের আবেদনের প্রেক্ষিতে যাকাত ফান্ড থেকে জীবিকা নির্বাহের জন্য তাকে অটো ভ্যান প্রদান করা হয়েছে। বিত্তবান ব্যক্তিরা যদি তাদের যাকাতের টাকা সরকারি যাকাত ফান্ডে জমা দেন তাহলে অসহায় ব্যক্তিদের আরো সহযোগিতা করা যাবে।