১০ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রহ্মপুত্র নদে ফের নৌ-ডাকাতি

ব্রহ্মপুত্র নদে ফের নৌ-ডাকাতি

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে ফের যাত্রীবাহী দুটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের মধ্যে তিনবার ডাকাতির ঘটনা ঘটলো এ এলাকায়। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম ক্ষোভ বিরাজ করেছে।

রোববার দুপুরে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাটের উত্তরে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে করে দুটি নৌকার যাত্রী ও ৬-৭জন গরু ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।

এতে করে ৫-৬জন যাত্রী আহত হয়। ডাকাতের আক্রমনের শিকার নৌকার মাঝি মোসলেম উদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে রাজিবপুর, কোদালকাটি ও পাখিউরা থেকে চিলমারীর উদ্দেশ্যে যাত্রীবোঝাই দুটি নৌকা আসতেছিল।

উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় যাত্রী নেয়ার জন্য নৌকা দুটি ভীড়লে সেখানেই আক্রমন করে সশস্ত্র ডাকাত দল।

তারা গুলি ছুড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়। অপর এক নৌকার মাঝি প্রত্যক্ষদর্শী রিয়াজুল হক  জানান, চিলমারী মডেল থানা পুলিশের নৌকা ঘটনাস্থলের পাশে বাঁধা ছিল।

তাদের কাছে যাত্রীরা সহযোগিতা চাইলেও তারা এগিয়ে আসেনি বলে যাত্রীদের অভিযোগ। ঘটনার পর চিলমারী মডেল থানার ওসি মোসাহেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেন।