৮ ফেব্রুয়ারি, ২০২৫

হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস বা নাগরিকদের ওপর আক্রমণ থেকে বিরত থাকুন

হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস বা নাগরিকদের ওপর আক্রমণ থেকে বিরত থাকুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপষ্টো অধ্যাপক মুহাম্মদ ইউনূস সব নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বানও জানিয়েছেন তিনি।