৭ ফেব্রুয়ারি, ২০২৫

৩২ নম্বরের বিধ্বস্ত বাড়ির সামনে জনতার ভিড়

৩২ নম্বরের বিধ্বস্ত বাড়ির সামনে জনতার ভিড়

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিধ্বস্ত বাড়িটির সামনে উৎসুখ মানুষ ভিড় করেছে। উৎসুখ জনতার অনেকেই ভাঙা বাড়িটির চারপাশ ঘুরে দেখছেন। কেউ কেউ ভেতরে ঢুকেও সেলফি তুলছেন।

বাড়িটির কিছু অংশে কয়েকজনকে হাতুরি দিয়ে ভাঙচুর করতে দেখা গেছে। আবার একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন। আরেক দল সে ই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। তবে শুক্রবার কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি।

বাড়িটি ঘিরে আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও দেখা গেছে। এ ছাড়া ৩২ নম্বরের সড়ক বয়ে যাওয়ার সময় গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাঙা বাড়িটি দেখছেন। ছবি তুলছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, গতকাল বাড়িটির সামনে গরু জবাই করে রান্না করা হয়েছে। খিচুরি রান্না করে খাওয়া হয়েছে। সেখানেও অনেক মানুষের ভিড় দেখা গেছে।

বুধবার রাত ৮ টার থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকেভটর, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্দ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়।