৬ ফেব্রুয়ারি, ২০২৫

স্বপনচারিনীর বসন্ত বিলাস

স্বপনচারিনীর বসন্ত বিলাস

তুমি কি-সেই স্বপ্নের মানব 
তুমি অবতার কোথায় পাব ;
সুদর্শন আকৃতি কি যে মায়া, 
চোখের অতলে ভাসে ছায়া। "

ফাল্গুনের বিকালের সূর্য যেন হাসি '
বর্নিল ধাঁধা নয়নেই গেছি ফাঁসি।।
হাজার বছর হতে তুমি কে খুঁজছি ;
অজান্তেই তুমি আত্মা জুড়ে আসছি।

দু-ভ্রু আঁকে গাঁথা আমার সুর-তাল,
অঙ্গি ভঙ্গি করে উত্তাল বক্ষ পাতাল।
"আঙুলের আঘাতে চুলের ঐ ঝাড়ি 
নজর জুড়লে আগুন লাগবে ভারি। "

ধুলিমাখা শুনশান ঝড়া পাতার পথে, 
ধূসর বিষন্নর বিলীন আনন্দর সাথে।
মুখ পানে চাইলে মরুভূমি সাজে হয় বসন্ত, 
শত রঙে মহিরুহ অপরুপ মায়াবী প্রশান্তি।

"ছুঁতেই অদৃশ্য হলে তুমি অলৌকিক স্বপন,
নিদ্রা ভেঙ্গে দেখি ফাগুন হাওয়া আগমন। "
'তুমি রুপময় নিসর্গ আমার সুখের অলিগলি 
অমায়িক কন্ঠের ধ্বনিতে আমি এলোমেলো ;

"সাদা পলাশ লাল শিমুলে গাঁদা মিশে, 
লেবুর -সুবাস ফাগুন দখিনা বাতাসে।"