জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ নয় বছরের কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে তারা এ কর্মসূচি পালন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
ওই সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় নয় বছর ধরে সেই কমিটিই বহাল রয়েছে।
মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের আয়োজন না করায় জেলা বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে দলের মধ্যে ব্যাপক ভাঙন ও দলে উপদলে বিভক্ত হয়ে দলের মধ্যে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে।
এরই অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে জামালপুর জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের তৃণমূলের নেতাকর্মীদের ব্যানারে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির সদস্য ও জামালপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, শহর বিএনপির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, জামালপুর শহর যুবদলের আহবায়ক মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্মসম্পাদক রানা মেনসন, ছাত্রদলনেতা জাকির হোসেন, যুবনেতা খায়রুল ইসলাম লিয়ন, যুবদলনেতা আবু আশিক মল্লিক বাবু, সাবেক ছাত্রদলনেতা মহব্বত হোসেন, মৎস্যজীবী দলনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা অভিলম্বে মেয়দ উত্তীর্ণ জামালপুর জেলা বিএনপির কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন এবং পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানান। অন্যথায় মেয়াদ উত্তীর্ণ কমিটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে সমাবেশ স্থল বকুলতলা মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বর্তমান মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটির ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।