দিনাজপুরের বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
থানার মামলার বাদী জানায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার রাত আনুমানিক ৩ টায় বিরল পৌরসভার অন্তর্গত হুসনা বাজারের রুপালী জুট মিলের পশ্চিম পার্শ্বে এক পুকুর পাড়ে পুকুর পাহারা দেয়ার ঘরের মধ্যে জোরপূর্বক বিরল পৌরসভার জায়নালপাড়া এলাকার ১৪ বছরের এক বালককে বলাৎকার করে বিরল পৌরশহরের হুসনা গ্রামের মৃত দাইমুদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ সুমন (৩৫)।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিন্ত করে জানিয়েছেন বালককে বলাৎকারের অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিকটিমের জবানবন্দি পেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় আসামী সুমন (৩৫) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।