৩ ফেব্রুয়ারি, ২০২৫

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ উল্লাপাড়ায় গ্রেপ্তার

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ উল্লাপাড়ায় গ্রেপ্তার

বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ফরহাদ আলীকে (৩০) উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার ভোর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তখাড়–য়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ এই গ্রামের হাসান আলীর ছেলে। গ্রেপ্তার ফরহাদ দেশে ভিপি ফরহাদ হিসাবে পরিচিত। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ফরহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।