৩ ফেব্রুয়ারি, ২০২৫

চকরিয়ায় ৩ ইউপিতে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

চকরিয়ায় ৩ ইউপিতে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী,সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসক মো:সাল্হাউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রবিবার( ২ ফেব্রুয়ারি)  চকরিয়া উপজেলা প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

চিঠিতে বদরখালী ইউপিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানকে প্রশাসক,সুরাজপুর-মানিকপুর ইউপিতে চকরিয়া  সহকারী কমিশনার (ভূমি) মো:এরফান উদ্দিনকে প্রশাসক ও কাকারা ইউপিতে প্যানেল চেয়ারম্যান-২  শফিকুল ইসলাম শফিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিন ইউনিয়ন পরিষদের ইতিপূর্বের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন,সুরাজপুর-মানিজপুর ইউপিতে আজিজুল হক আজিম,বদরখালী ইউপিতে নূরে হোছাইন আরিফ ও কাকারা ইউপিতে শাহাব উদ্দিন।

জেলা প্রশাসকের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে উক্ত তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে তাই বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চিঠিতে তিনটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক, প্যানেল চেয়ারম্যানের অনূকূলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।