৩ ফেব্রুয়ারি, ২০২৫

বদলগাছীতে শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, একজনের মৃত্যু

বদলগাছীতে শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, একজনের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে দুই পরিবারের বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি।ঘটনাস্থলেই আসলাম হোসেন(৫৫)নামে এক ব‍্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।  

গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় বদলগাছীর পাহাড়পুর ইউনিয়নের ননুজ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আসলাম হোসেন(৫৫) উপজেলা পাহাড়পুর ইউনিয়নের ননুজ গ্রামের মৃত খাঁজামুদ্দিনের ছেলে এবং আসলাম পেশায় ভ‍্যানচালক বলে জানাযায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১লা ফেব্রুয়ারি বিকেলে জমিতে খেলাধুলাকে কেন্দ্র করে নুনুজ গ্রামের

আসলাম হোসেনের ছেলে মারুফকে (৯) চরথাপ্পর মারে একই গ্রামের শাহীন হোসেনের মেয়ে সাকিলা(১৪)। এই নিয়ে বাকবিতণ্ডা শুরু পরবর্তীতে উভয়ের পরিবারের এই বাকবিতণ্ডার মধ‍্যে জরিয়ে পড়ে। এক পর্যায়ে সন্ধ্যায়  উভয় পরিবারের মধ‍্যে মারামারি লাগে এতে আসলাম হোসেন(৫৫) ঘটনাস্থলেই নিহত হয়।  

আসলাম হোসেন মরার যাওয়ার খবর পেয়ে শাহীন হোসেন(৫০) বাড়িতে তালা দিয়ে পরিবার নিয়ে পালিয়ে যায়।রাত ১১টার দিকে থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব‍্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শহজাহান আলী বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে চরথাপ্পর ও কিলঘুষি মারে, লাঠিদিয়ে হয়তো বারি দেয়। শুনলাম যে আশেপাশে লাঠিটাটিও ছিলো। এ ব‍্যপারে নিহতের বড় ছেলে মাসদ রানা(৩০) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে।