বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উল্লাপাড়া জোনাল অফিসের নৈশপ্রহরী ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই আলমাস হোসেন শেখের বিরুদ্ধে রোববার দুপুরে অফিস প্রাঙ্গনে ভুক্তভোগী কৃষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতি পরায়ন আলমাসকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান।
অভিযুক্ত আলমাস গত ১ বছরে কৃষকদেরকে সেচ প্রকল্পের লাইন্সেস পাইয়ে দেওয়ার কথা বলে উপজেলার অন্ততঃ ৪০ জন কৃষকের নিকট থেকে প্রকল্প ভেদে ৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অথচ তিনি কোন লাইন্সেস করে দিতে পারেননি। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা কয়েকবার উক্ত বিএডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে কথিত নৈশপ্রহরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করেছেন।
এ বিষয়ে গত ডিসেম্বরে বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও অভিযুক্ত নৈশপ্রহরী আসলমাস হোসেন, গেল ডিসেম্বর মাসে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের সময় ঘুষ গ্রহনের কথা অস্বীকার করে তাকে ফাঁসানোর জন্য একটি মহল প্রচেষ্টা চালাচ্ছে বলে গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন। মানববন্ধন কর্মসূচি পালনকালে আলমাস হোসেন অনুপস্থিত ছিলেন। তার মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।
বিএডিসি উল্লাপাড়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী শাহী আমিন জানান, নৈশপ্রহরী আলমাস হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী কৃষকদের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরপর দুইবার এ বিষয়ে তদন্ত করেছে। তবে তদন্তের বিষয়ে কর্মকর্তারা তাকে কিছু বলেননি। খুব শিগগিরই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদী।