২ ফেব্রুয়ারি, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামকে সাদাপোশাকধারী লোকেরা নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে। তাছাড়া সরকার ও প্রশাসনে আওয়ামী লীগের দোসররার ঘাপটি মেরে এসব ঘটনা ঘটাচ্ছে কি না, সেটাও অনুসন্ধান জরুরী বলে মনে করছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সতর্ক করে বলেছেন—সরকারে থেকে অথবা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করলে দেশের মানুষ তা মেনে নেবেনো।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানির উত্তরার পশ্চিম থানার খেলার মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্ররা নতুন দল গঠন করবে করুক। এতে আমরা আনন্দিত। রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের আমরা স্বাগত জানাই। তারা নতুন দল গঠন করে নতুন ভাবনা নিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন—এটা ভালো। দল গঠন করে আসলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো। কিন্তু সরকারে থেকে যদি রাজনৈতিক দল গঠন করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তা মানবে না। রাজনীতির মধ্যে সংঘাতমূলক কথাবার্তা না বলাই ভালো।’