জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে আগত জামালপুর গামী যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে সরিষাবাড়ী থেকে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ পাঁচজন নিহত হয়।
এ সময় মুমুর্ষূ অবস্থায় আরো এক যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
নিহত সিএনজি চালক আব্দুর রাজ্জাকে বাড়ি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের কামালখান এলাকায় এবং যাত্রী আমজাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়, নিহত অপর তিন যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।