৩০ জানুয়ারি, ২০২৫

সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

২০২৩ সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্ব জুড়ে ক্ষোভ তৈরি করেছেন ইরাকের নাগরিক  সালওয়ান মোমিকা। সেই মোমিকাকে  সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে।

অনলাইন সংবাদ মাধ্যম বিবিসির এক তিবেদনে বলা হয়েছে- সুইডেনেরে স্থানীয় সময় বুধবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় ৩৮ বছর বয়সেই ইরাকি শরণার্থী মোমিকাকে হত্যা করা হয়। সু্ইডেশ পুলিশ কর্তৃপক্ষ তাদের পুলিশিষ ওয়েবসাইটে  জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরেই পাঁচজনকে আটক করা হয়। 

তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। ইউরোপীয় গণমাধ্যমে জানা গেছে কোরান পোড়ানো বিচারের পর আদালতে রায় পাওয়ার কয়েক ঘন্টা আগে তাকে হত্যা করা। তখন একটি আদালত জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে অপরাধে ফৌজদারি বিচারে মোমিকা এবং অন্য এক ব্যক্তিকে সাজা দেওয়ার কথা ছিল।

ভিডিওতে দেখা যায় টিকটক লাইভ স্ট্রিম করছিলেন সেখানে দেখা যায়  পুলিশ হোতে থাকা ভিডিও  ফোন তুলে নিয়ে একটি লাইভ স্ট্রিম শেষ করে দেয়।  ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রথম দুইবার কোরআন পুড়ায় সে। 

এসব কারনে মোমিকাকে দেশে ফেরত পাঠা পাঠাতে চেয়েছিল সুইডেন কিন্তু ইরাকে নির্যাতন অমানবিক আচরণের ঝুঁকি থাকা এটি করতে পারেনি।  এই নেককারজনক কাজ মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লে সারা মুসলিম বিশ্ব ফুঁসে উঠে।