কক্সবাজার সৈকত থেকে একদিনে আরও ১৪ কাছিমের মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে গত ২৭দিনে ৯৮ টি কাছিমের মরদেহের উদ্ধারের কথা সাংবাদিকদের জানিয়েছেন রোরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া।
কক্সবাজারের দীর্ঘতম সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা থেকে আরও ১৪ টি কাছিমের মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি’র) গবেষক দল।
বুধবার (২৯ জানুয়ারি) সৈকতের মাঙ্গালা পাড়া থেকে নাজিরারটেক পয়েন্ট পর্যন্ত এলাকা থেকে এসব কাছিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করেছেন বোরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া।
উদ্ধার করা মৃত কাছিমগুলো জলপাই রঙের অলিভ রিডলে প্রজাতির বলে জানান সেই । তিনি আরো বলেন এ নিয়ে গত ২৭ দিনে ৯৮টি কাছিমের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এ নিয়ে নানান ধরনের অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।