২৯ জানুয়ারি, ২০২৫

ফেব্রুয়ারিতে দুই দিনের সর্বাত্মক হরতাল ডেকেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারিতে দুই দিনের সর্বাত্মক হরতাল ডেকেছে আওয়ামী লীগ

আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে সর্বাত্মক হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডেকেছে ক্ষমতা চ্যুত দল আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। 

ওই কর্মসূচি অনুযায়ী, হরতালকে সামনে রেখে ১ ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবি সংবলিত প্রচার পত্র বিলি করবে আওয়ামী লীগ । এরপর ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এছাড়া অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। 

আওয়ামী লীগের ওই প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রহসন মূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়েছে।