২৮ জানুয়ারি, ২০২৫

ধুনটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা

ধুনটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা

বগুড়ার ধুনটে খাদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিনের অপসারণের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে  বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও অনিয়ম-দূর্নীতির অভিযোগে সোমবার সকাল সাড়ে ১১টায় তারা বিদ্যালয়ের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় অবস্থা বেগতিক ভেবে প্রাধান শিক্ষক বিদ্যালয় থেকে কৌশলে সটকে পড়েছেন। 

এই কর্মসূচিতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের অভিভাবক সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, বাবু মিয়া, সোহাগ হোসেন, এনামুল হক, সোনাউল্লাহ, আল-আমিন, আব্দুল্লাহেল কাফি, হাসান মাহমুদ ও শিক্ষার্থী  আবির হোসেন, সামিউল ইসলাম সহ প্রায় ৩০ জন অভিভাবক অংশ নেন। 

এলাকাবাসি জানান, প্রধান শিক্ষক জামিল উদ্দিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও সঠিক ভাবে দায়িত্ব পালন করেন না। এছাড়া বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। শুক্রবার (২৪ জানুয়ারী)  রাতে স্থানীয় মথুরাপুর বাজারে জুয়া খেলার আসর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে প্রতারনা ও জুয়া আইনে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের হাতে কয়েক দফা গ্রেপ্তার হয়েছেন। কিন্ত কারাগার থেকে জামিনে মুক্তে হয়ে তিনি ফের অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এ কারণে প্রধান শিক্ষকের দ্রæত অপসারণ চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসি।   

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই সংগ্রহের কাজে উপজেলা শিক্ষা অফিসে অবস্থান করায় কার্যালয়ে তালা লাগানোর বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছেন। তারাই এই ঘটনা ঘটাতে পারেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।