২৭ জানুয়ারি, ২০২৫

উল্লাপাড়ায় হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

উল্লাপাড়ায় হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া সম্মিলিত হাফিজিয়া ক্বওমিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পাইকপাড়া মাদ্রাসা চত্বরে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। 

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের  কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান আলী, দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।