২৫ জানুয়ারি, ২০২৫

ঘনকুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু

ঘনকুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু

ঘনকুয়াশায় দুই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই শাহিন আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এসময় যাত্রীবাহি একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘনকুয়াশার কারণে মহাসড়কে ধীর গতিতে যানবান চললেও গতকাল শুক্রবার ভোর চারটার দিকে কাছিকাটা টোলপ্লাজার কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার শাহিন আলম মারা যান। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নাটোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস মহাসড়ক থেকে ছিটকে পড়লে অজ্ঞাত নামা আরো এক ব্যক্তি মারা যান। এতে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার ফলে মহাসড়কে কয়েকঘন্টা যানজট লেগে থাকে। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিকে আনে।   

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুঘটনাকবলিত যানবাহন ও নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।