২৫ জানুয়ারি, ২০২৫

বদলগাছীতে অবৈধ ট্রাক্টরের চাপায় এক জনের মৃত্যু

বদলগাছীতে অবৈধ ট্রাক্টরের চাপায় এক জনের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে অবৈধ টাক্টরের চাপায় মোংলা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী -গোবরচাঁপা আঞ্চলিক সড়কে সুরকালি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোংলা (৪২) বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের আঃসাত্তরের ছেলে। আটককৃত অবৈধ টাক্টরের চালক সুলতান হোসেন(২৭) মান্দা উপজেলার জিনারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, গোবরচাঁপা এলাকা থেকে বেপরোয়া গতিতে ১টি অবৈধ টাক্টর বদলগাছী আসার পথে সুরকালি মোড় এলাকায় তোতা মিয়ার দোকানের সামনে সাইকেল চালক মোংলা কে ধাক্কা দিলে মোংলা ট্রাক্টরের চাকার নিচে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শাহজাহান আলী বলেন, ঘটনাস্থল থেকে পালানোর সময় ব্রীজের সামনে থেকে চালক সহ অবৈধ টাক্টরকে থানায় আটক করা হয়েছে। থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।