২২ জানুয়ারি, ২০২৫

নকল ও ভেজাল ওষুধের ক্ষতিকর  প্রভাব নিয়ে সচেতনতা

নকল ও ভেজাল ওষুধের ক্ষতিকর  প্রভাব নিয়ে সচেতনতা

সচেতন চাষী ও সমৃদ্ধ কৃষি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে নকল ও ভেজাল ঔষধে কৃষি উপকরনের ক্ষতিকর প্রভার বিষয়ে কৃষক, ডিলান ও কৃষি কর্মকর্তাদের সাথে সচেতনতা মূলক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় ধুনট উপজেলা কৃষি অফিসের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ঢাকা অফিসের সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার ও বগুড়া এলাকার টেরটরি কর্মকর্তা আল মুবিন।

সচেতনতা সভায় উপজেলা ৩০জন কৃষক, ৪০জন ডিলার ও কৃষি কর্মকর্তাসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহন করে।