২১ জানুয়ারি, ২০২৫

....অমানুষ হবো

....অমানুষ হবো

আমি মানুষ হবার দায়ে,
'আমৃত্যু হইলাম অপরাধী
তবে কি অমানুষ হৃদে বাঁধি।

থাকবেনা ঈমান জবান,
নিকৃষ্ট নৃশংস ও আত্মমান।
রাখবোনা মনুষ্যত্বের বালাই,
নিজস্বতাই নিজেকে চালাই।
আত্মা আনন্দে মগ্ন মগজ,
সৃষ্টি হবে ভয়ংকর রুপজ।

বক্ষে জমবে না নোনা কষ্ট,
কথার আঘাতে ক্ষত সৃষ্ট।
নজর থাকবে আকাশে,
মাটি যেন পায়ে না মিশে।

শক্ত কঠোর পাথর পিন্ডন,
আবেগ বিবেক বিসর্জন।
 করবো তুচ্ছতাচ্ছিল্য,
ভাঙ্গবো মুছবো  মূল্য।

"আমি অমানুষ হবো
আমিও দুঃখ দিবো ;

মুক্ত/আরআই