১৯ মে, ২০২৩

ব্যারিস্টার সুমন একাদশ বনাম মিয়ার তালুকদার স্পোর্টিং ক্লাবের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ব্যারিস্টার সুমন একাদশ বনাম মিয়ার তালুকদার স্পোর্টিং ক্লাবের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাব সাপধরী’র  মধ্যে  প্রীতি ফুটবল ম্যাচ  খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) বিকেলে সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি ও তার পুত্র সেতুর আয়োজনে খেলার শুভ উদ্বোধন করেন  উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম।

অনুষ্ঠিত খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে  ইসলামপুরের মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রোমান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ ও  থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদসহ অনেকেই।

খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।