১৯ জানুয়ারি, ২০২৫

ন্যায় বিচারে সাতক্ষীরাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: জেলা ও দায়রা জজ

ন্যায় বিচারে সাতক্ষীরাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: জেলা ও দায়রা জজ

‘সাতক্ষীরার নবাগত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ  মো. নজরুল ইসলাম বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরী হয়েছে। সংকট কাটিয়ে জনগণকে বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। এই সংকট আমি একা কাটিয়ে উঠতে পারবো না। সকলের সহযোগিতা নিয়ে সংকট উত্তোরন করা সম্ভব।’

শনিবার বিকালে সাতক্ষীরা আইনজীবী সমিতির আয়োজনে নবাগত জেলা ও দায়রা জজ এর আগমন ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে কতৃপক্ষ আমাকে সাতক্ষীরায় পাঠিয়েছে তার যথাযথ রক্ষা করার চেষ্টা করবো । বিচার বিভাগের মধ্য সাতক্ষীরা একটি মডেল বিচার বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। আমি দূর্ণীতিকে জিরো টলারেন্স ঘোষনা করবো।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি  এড. এম শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী বিজ্ঞ সিনিয়র  জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী,সাতক্ষীরা  চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান।

এসময় আইনজীবী সমিতির পক্ষে  বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, এড. শহিদুল্লাহ (২)  প্রমুখ।  

সময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মুন্সিগঞ্জের  বিচারক ফায়জুন্নেছা, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ মাহমুদ সানাউল হক,আবু বকর সিদ্দিক, নুসরাত জাবিন, যুগ্ম জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম, বেলাল হোসেন,জাহিদুল আজাদ, খুলনা জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী প্রমুখ।

এসময় জেলার সকল বিচারক ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবু বকর সহ সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে  অতিথিবৃন্দ এ্যাড. আব্দুল মজিদ এন্ড এসোসিয়েটস এর পিঠা স্টল ও  এ্যাড. আবুল হোসেন এন্ড এসোসিয়েটস এর প্রতিনিধি এড. শহিদ হাসানসহ সকল পিঠা স্টল পরিদর্শন করেন।

এর আগে নবাগত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।