১৯ জানুয়ারি, ২০২৫

ধুনটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

ধুনটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও অত্র প্রতিষ্ঠানে সভাপতি (আমেরিকা প্রবাসী) বায়েজিদ বোস্তামির সার্বিক সহযোগিতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি অর্থ, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও দরিদ্র মেথাবী শিক্ষার্থীদর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

উপজেলার ৮২জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও ১৫জন দরিদ্র মেথাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মের্সাস রহমান ট্রেডার্সের (ঢাকা)  ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।

গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি এম আর এ সনেটের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গোপালনগর ইউনিয়র বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সহযোগি অধ্যাপক লুৎফর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, মনন সাহিত্য সংগঠনের সভাপতি এমআরটি আরজু, শিক্ষক কামরুজ্জামান আখের, মাহমুদুর রহমান, ইমরুল কায়েস খান, গোলাম মোস্তাফা, আহসান হাবিব, ওবায়দুর রহমান রকেট, ধুনট উপজেলা পুস্তক বিক্রাতা কমিটির সভাপতি আল আমিন, গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ ও সদস্য বায়জিদ হাসান।