১৭ জানুয়ারি, ২০২৫

বিরলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিরলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের বিরলে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরল থানা পুলিশ।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় বিরল থানা পুলিশ মাদক বিরোধী আভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে আব্দুস সালাম (৩০) কে আটক করে।

এ সময় তার নিকট হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আটক আব্দুস সালাম (৩০) ও আরো ২ জন পলাতক মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে বিরল থানায় ১৯/১৯ নং মামলা দায়ের হয়েছে। 

তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক র্নিমূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

মুক্ত/আরআই