১৬ জানুয়ারি, ২০২৫

ধুনটে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও ক্রিড়া-সাহিত্য সম্পাদক ফজলে রাব্বী মানু উপস্থিত ছিলেন। 

কর্মশালায় উপজেলা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা আগামীর বাংলাদেশ গঠনে সম্ভাবনা, সংকট ও সমাধান নিয়ে নিজেদের ভাবনা গুলো উপস্থাপন করেন।