বগুড়ার ধুনট উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও ক্রিড়া-সাহিত্য সম্পাদক ফজলে রাব্বী মানু উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা আগামীর বাংলাদেশ গঠনে সম্ভাবনা, সংকট ও সমাধান নিয়ে নিজেদের ভাবনা গুলো উপস্থাপন করেন।