১৫ জানুয়ারি, ২০২৫

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারীর ঘটনায় সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের (ইকোনিমক সেক্রেটারি টু দ্যা ট্রোজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেরেশর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ নিজেই এক্সে এক পোস্টে নিজের পদত্যাগের এই তথ্য জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের দায়িত্বে ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপের কাঁধে।

ছাত্র জনতার গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ৯টি অবকাঠামো প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওছে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও আসে। অভিযোগটি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মুক্ত/আরআই