১৯ মে, ২০২৩

উল্লাপাড়ায় এমপি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

উল্লাপাড়ায় এমপি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

শুক্রবার উল্লাপাড়ায় সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংসদ সদস্য তানভীর ইমামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন।

উল্লাপাড়ার আরো সংবাদ পড়তে ক্লিক করুণ

এতে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক, ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোঃ আব্দুস ছাত্তার, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদন জয়, জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম প্রমুখ।

সংসদ সদস্য তানভীর ইমাম তার বক্তব্যে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সঠিক তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে উল্লাপাড়ার সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।