১৫ জানুয়ারি, ২০২৫

কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে

কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন সীমান্তে ভারত কাটাতারের বেড়াও নির্মাণ করছে না। আগামী মাসে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা হবে।

প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ইউরিয়া সারের কোনো সঙ্কট নেই। সার নিয়ে কেউ কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করলে সেসব অসাদু ব্যবসায়ীদের ডিলারশিপ বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আর যেসব ডিলাররা এর সিন্ডিকেটের সাথে জড়িত হবেন, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে মনিটরিং করাতে বলা হয়েছে।

মুক্ত/আরআই