এ সংবাদ লেখা পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১১ জন। বিবিসি সংবাদ মাধ্যমের তথ্যমতে এমনটাই নিশ্চিত করেছেন তারা। সংবাদ মাধ্যমটিতে বলা হচ্ছে - প্রাকৃতিক প্রতিশোধের
মুখে পড়েছে শক্তিশালী যুক্তরাষ্ট্র। ভয়াবহ দাবানলের লেলিহান ছড়িয়ে পড়েছে পুরো লস এঞ্জেলস কাউন্টিজুড়ে। আরও একটি লেলিহানশিখাময় রাত পার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের
এঞ্জেলসবাসী। কোনোমতেই নিয়ন্ত্রনে আনতে পারছে না দমকল বাহিনীরা।
কাউন্টির সুপারভাইজার নিন্ডসে হোরভাথ বলছেন- রাতে বাতাসের পরিমান বাড়লে রীতিমতো দাবানল ছড়িয়ে পড়বে সারা এলাকাজুড়ে। এতে আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। একারনে লস এঞ্জেলসবাসী হৃদয় বিদারক আরও একটি রাত দেখার অপেক্ষা করছে।
এ যেন এক প্রাকৃতিক প্রতিশোধ চলছে আমেরিকার ওপর। লস এঞ্জেলস ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বলছেন- একদিনে আ্মাদের কর্মকর্তারা নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে । অপরদিকে দেখা
দিয়েছে প্রয়োজনীয় পানি সংকট। হেলিকপ্টার থেকে পানি ছোড়া এবং আগুন প্রতিরোধ কার্যকরী ভূমিকাও মুখ থুবড়ে পড়েছে। তিনি তার বিভাগে কম অর্থ বরাদ্দের সমালোচনাও
করেন। বার্তাসংস্থা রয়টার্স বলেছে- প্যাসিফিক পালিসেইডসে তাদের ৬০টি বাড়ির মধ্যে মাত্র ৬ টি বাড়ি সেখানে অক্ষত রয়েছে। বাকীসব বাড়িঘর ভয়ঙ্কর দাবানলে পুড়ে ছাই হয়েগেছে
বলে উল্লেখ করেছে। সেখানে ওই এলাকার প্রখ্যাত অভিনেত আর্নল্ডশোয়ের্জিনিগারের বাড়িও সেখানে রয়েছে।