সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নে নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন শহীদ জিয়া উপদেষ্টা পরিষদের তাড়াশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুয়াইবিন আহমেদ রতন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে তার নিজ গ্রামে ৩০ জন অসহায় পরিবারের মাঝে ও শীতবস্ত্র বিতরন করেন তিনি। রুয়াইবিন সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের আব্দুল গফুর প্রামানিকের ছেলে।
জানাযায়, ছাত্র জীবন থেকেই গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন রুয়াইবিন। ছাত্র রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি শহীদ জিয়া উপদেষ্টা পরিষদের তাড়াশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে নিপিড়ীত, নির্যাতিত,মাদক মুক্ত, সন্ত্রাসবাদ, ঘুষ ও সুবিধা বাদীদের থেকে সগুনা ইউনিয়ন কে উপহার দেওয়ার জন্য এবং দলের সন্মান অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছি। অবহেলিত সগুনা ইউনিয়নকে তারুণ্যের ছোঁয়ায় ডিজিটাল সগুনা গড়ার লক্ষে আগামীতে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই । সগুনা ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চান তিনি।