১২ জানুয়ারি, ২০২৫

তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে পুড়ল ৬ ট্রাক

তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে পুড়ল ৬ ট্রাক

রাজধানীর তেজগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে ৬ ট্রাক পুড়ে গেছে। তথ্যটি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ারসার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল আটটার দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই প্রথমে ফায়ার সার্ভিসের একটি এবং পরে আরো দুটি ইউনিট গিয়ে আধঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম মুক্ত প্রভাতকে বলেন, তেজগাঁও বাসস্ট্যান্ডের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে। এতে সেখানে থাকা ৬ টি ট্রাক পুড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।