৯ জানুয়ারি, ২০২৫

উল্লাপাড়ায় বকুল হত্যা চেষ্টা মামলায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় বকুল হত্যা চেষ্টা মামলায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বুধবার দুপুরের দিকে উল্লাপাড়া পৌরসভার নয়নগাঁতী গ্রামে বকুল হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের সবাইকে গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন রোডে বকুল হোসেনের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

গত ১ জানুয়ারি গভীর রাতে বকুল হোসেন বাড়ি ফেরার পথে নয়নগাঁতী গ্রামে প্রতিপক্ষ আশরাফ, রনু ও মিলন তাদের লোকজন নিয়ে তাকে পিছন থেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পালিয়ে যায়। পরে বকুলের অত্মচিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বর্তমানে বকুল মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। এই ঘটনায় পরদিন বকুল হোসেনের বাবা আব্দুল কাদের উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ৩ জনসহ মোট ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অপর আসামীরা হলেন, একই গ্রামের সোহেল রানা, মাসুদ রানা ও শাহীন।

মানববন্ধনে বকুল হোসেনের ছোট ভাই ফারুক হোসেন এবং নয়নগাঁতী গ্রামের আব্দুল মান্নান ও নজরুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, উল্লিখিত ব্যক্তিরা ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে বকুল হোসেনকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে কোপায়। তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সবাইকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মামুন জানান, উল্লিখিত হত্যা চেষ্টা মামলায় এজাহার ভুক্ত আশরাফ, রনু ও মিলনসহ তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও তিনজনসহ মোট ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও তদন্ত চলছে। পুলিশ যথাসময়ে তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেবেন।