সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের দেয়াল লিখনগুলো স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষের নজর কাড়ছে।
দেশে মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, বাল্য বিয়ে প্রতিরোধ, গাছের প্রতি মমত্ববোধ এবং বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য সেই সাথে ভালো মানুষ হবার প্রত্যয়ী হতে নানা উপদেশমূলক বেশ কিছু বাণী দেয়ালে লিপিবদ্ধ করা হয়েছে।
এই দেয়ালের পাশ দিয়ে প্রতিদিন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এইচ.টি. ইমাম গালর্স স্কুল এন্ড কলেজ ও উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে।
যাতায়াত করেন নানা পেশার মানুষ। ২ দিন আগে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের উদ্যোগ ও পরিকল্পনায় দেয়ালে টাইলস লাগিয়ে এসব উপদেশমূলক বাণী সাঁটানো হয়েছে।
উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী লিখন, তামিম, তন্ময় এবং এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিম, জেরিন, সুমাইয়া খাতুন জানায়, স্কুলে যাতায়াতের সময় এই দেয়াল লিখনগুলো তাদের দৃষ্টি আকর্ষন করে।
এ থেকে তারা সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার দিক নির্দেশনা পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, উন্নত, সমৃদ্ধ ও মানবিক উল্লাপাড়া গড়ার প্রত্যয়ে তিনি এই দেয়াল লিখনের উদ্যোগ নিয়েছেন। এতে বিশেষতঃ বর্তমান প্রজন্মের শিক্ষার্থী ও যুবকেরা বিপথগামী না হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার দিক নির্দেশনা পাবে বলে তিনি মনে করেন।