জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যু দণ্ড একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করাসহ ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম ২জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রাামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে উজ্জল মিয়া ওরফে উজ্জল মাহমুদ।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে উজ্জল মিয়া ওরফে উজ্জল মাহমুদ তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনার পরদিন তাহমিনা জান্নাতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সব আসামির উপস্থিতিতে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী উজ্জল মিয়া ওরফে উজ্জল মাহমুদকে মৃত্যু দন্ডসহ আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
এছাড়া ১২ আসামির বিরোদ্ধে যথাযথ দুষ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম। এই রায়ে সন্তেুাষ প্র্রকাশ করেছে রাষ্ট্র পক্ষ।