২ জানুয়ারি, ২০২৫

চিলমারীতে শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

চিলমারীতে শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামের চিলমারীতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও মেঘলা আকাশে গত ৩ দিন থেকে দুপুরের পর সূর্যের দেখা মিললেও তা আবার অল্প কিছুক্ষণপর কুয়াশায় ঢেকে যায়। গতকাল বুধাবার দিনভর দেখা মেলেনি সূর্যের।

তীব্র হার কাঁপানো শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূর্ভোগ বেড়েছে নি¤œ আয় ও ছিন্নমুল মানুষের। শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীত জনিত নানা রোগে। হাড় কাঁপানো ঠান্ডায় অনেকে গরম কাপর পড়ে কাজে গেলেও দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। কম্বল ও গরম কাপরের আশায় কেউ কেউ দ্বারস্থ হচ্ছেন এলাকার প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের কাছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় শীতার্থ মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। চায়ের দোকনগুলোতে এক বেঞ্চে গাদাগাদি করে বসে গরম চা পান করে উষ্ণতা নিচ্ছেন কেউ কেউ। শীতের কাপরের দোকান ও চায়ের দোকান গুলোতে লোকজনের সমাগম দেখা গেছে। রাজারভিটা এলাকার নজির হোসেন ও আব্দুল কাদের জানান, হিমেল হাওয়া ও হাড় কাপানো শীতে শরীর যেন জমে যাচ্ছে।

গত ২ দিন থেকে কাজে যেতে পারিনি। খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বষাক জানান, সরকারিভাবে এপর্যন্ত ২ হাজার ৬ শত কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ৮ শত বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে।

মুক্ত/আরেফিন