শিক্ষকদের জন্য জরুরী নির্দেশনা জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি )। নির্দেশনা না মানলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ও দেয়া হয়েছে ওই আদেশে।
আরো পড়ুন
যেসব শর্তে বদলি হতে পারবেন শিক্ষকরা, সবশেষ নীতিমালায় যা আছে
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে এই অঞ্চলের সব প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নির্দেশনার চিঠি দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওই নির্দেশনায় জানা গেছে, শিক্ষক এবং অধ্যক্ষরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে থাকছেন না। আবার গবর্ণিং বডিও এ ব্যাপারে তেমন কোন নজরদারি করছে না। অথচ শিক্ষার্থীদের দৈনন্দিন শিখন সেখানেও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরী। কিন্তু শিক্ষকদের অনুপস্থিতির কারণে তা হয়ে উঠছে না।
নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশগত উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশী জনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি। তাই অধ্যক্ষ ও শিক্ষকদের সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক।
নির্দেশনা আরো বলা হয়, অধ্যক্ষ এবং শিক্ষকরা যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত আছেন কিনা তারপর্যবেক্ষণের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকের দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করবেন। পরিদর্শনকালে অধ্যক্ষ ও শিক্ষকরা এই নির্দেশনার ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।