দেশের বিভিন্ন এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ই্উনিটি’ কর্মসূচিতে অংশ নিতে শীহদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র—জনতা।
আজ মঙ্গলবার ভোর থেকে তারা শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেন।
জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ‘মার্চ ফর ইউনিটি’র সমাবেশের সংগঠক মোল্লা ফারুক এহসান বলেন, ‘আজ একটা সফল সমাবেশ হবে। সমাবেশ নিয়ে মানুষের যতেষ্ট আগ্রহ আছে।’
তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বাস ঢাকায় এসেছে। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে।
মোল্লা ফারুক এহসান বলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা করা হয়েছে। এঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও বেশ কিছু বাস দেখা গেছে।
বিস্তারিত আসছে...