—ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে মিনিট্রাক ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৭) নামের একজন নিহত হয়েছে।
সোমবার ৩০শে ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের সেনপাড়া গ্রামের ব্রাক অফিসের সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না(১৭) বদলগাছীর কোলা ইউপির ভোলারপালসা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং মুন্না ট্রলির হেলপারি করতো।
থানা ও স্থানীয়সূত্রে জানাযায়, সোমবার ৩০শে ডিসেম্বর দুপুর আনুঃ সাড়ে ১২টার দিকে বদলগাছী- আক্কেলপুর আঞ্চলিক সড়কের সেনপাড়া ব্রাক অফিসের সামনে রাস্তার উপর ইট বোঝাই টলি ও মিনি ট্রাক ( ঢাকা মেট্রো- ন২৩-১৫৬৯)সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলি গাড়ির হেল্পার মুন্না (১৭) গুরুতর আহত হয় এবং ঘটনাস্থল থেকে মিনিট্রাক চালক কৌশলে থেকে পালিয়ে যায়।
দূর্ঘটনা দেখে স্থানীয়রা সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মুন্না(১৭)কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত বলে ঘোষনা করে। খবরপেয়ে বদলগাছী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে মিনিট্রাক ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মিনিট্রাক ও ট্রলি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। লাশের অবস্থা খারাপ হওয়ার পরিবারের লোকজন লাশ নিয়ে চলে গেছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুক্ত/আরেফিন