মৌলভীবাজারের রাজনগর মুন্সিবাজারে দুটি দোকানে দরজা ভেঙ্গে চুরি ঘটনা ঘটে,জানাযায় গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে মেসার্স রাসেল স্টোর ও মেসার্স মা ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।
রাসেল স্টোরের মালিক বেলাল আহমেদ বলেন তিনি প্রতিদিনের ন্যায় ব্যাবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে জান সকালে এসে দোকান খোলার পর দেখতে পান তাঁর দোকানের পিছনের দরজা ভেঙ্গে চুর চক্র দোকানে থাকা ২টি মোবাইল ফোন, বিদ্যুৎতিক লাইট ৪২টি, তালা ৩৫টি,কাজিখন্দকার মাজারের দান বাক্স ও মুন্সিবাজার (বাজার) মসজিদের দান বাক্স,এবং ক্যাশে থাকা নগদ ৫০০ টাকা সহ আনুমানিক ৪২ হাজার টাকার মালামাল নিয়ে গেছে,এবং মা ফর্মেসীর মালিক ডাঃ ননীগুপাল দাস বলেন প্রতিদিনের ন্যায় ব্যাবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে জান সকালে এসে দোকান খোলার পর দেখতে পান তাঁর দোকানের পিছনের দরজা ভেঙ্গে চুর চক্র তাঁর দোকানের ক্যাশে থাকা টাকা, ও ঔষধ সহ আনুমানিক ১০ হাজার টাকার মালামাল চুরচক্র নিয়ে যায়।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ খালেদ আহমেদ বলেন বাজারে পারার ব্যাবস্থা আছে তা পরিচালনা করেন মুন্সিবাজার বণিক সমিতি। (তাঁরা) বাজার পরিচালনা কমিটি এখনো পারা দারদের দায়িত্ব বুঝে নিতে পারেন নাই। এবিষয়ে বণিক সমিতির সদস্যরা ভালো বলতে পারবেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।