২৭ ডিসেম্বর, ২০২৪

সাবেক আইজিপি বেনজীরের নামে জুমের ১০০ একর জমি দখল করা হয়!

সাবেক আইজিপি বেনজীরের নামে জুমের ১০০ একর জমি দখল করা হয়!

চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বান্দরবানের লামা ইউনিয়নে ত্রিপুরা পল্লী পুড়িয়ে দেয়ার ঘটনায়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের তথ্যটি জানিয়েছে পুলিশ। ত্রিপুরা পল্লীতে আগুনের ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নাম এসেছে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও এলাকাটির হেডমেন (মৌজা প্রধান) দুর্যোধন ত্রিপুরার বক্তব্যে সাবেক আইজিপির নাম আসে।

স্থানীয় পুলিশদের তথ্য বলছে, ত্রিপুরা পল্লীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্টিফেন ত্রিপুরা, মশৈনিয়া ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম হোসেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে দখল করা জমি দেখভাল করতেন। তাদের সবার বাড়ি সরল ইউনিয়নে।

গত মঙ্গলবার রাতে পূর্ববেতছড়া পাড়ার ১৯ টি পরিবারের বাসিন্দারা যখন গির্জায় বড়দিনের অনুষ্ঠানে ছিলেন। তখন ত্রিপুরা পল্লীতে আগুন লাগে। পুড়ে যায় ১৭টি পরিবারের ঘরবাড়ি। পাড়ায় কোন লোকজন না থাকায় বুধবার রাতে এ ঘটনার মামলা করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার পূর্ব বেত ছড়া পাড়া পরিদর্শন করেন। এ পাড়ার পোড়া ভিটা ঘুরে দেখেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাসও দেয়া হয়। 

এ পাড়ার পাড়া প্রধান পাইসাপ্রু ত্রিপুরা অভিযোগ করেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীরের নামে যে চক্রটি জমি দখল করেছে তারাই এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত। বিশেষ করে দখলকৃত ওসব জমি দেখভাল করতেন মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম প্রায়ই তাদের পাড়ায় যেতেন। গত নভেম্বরে ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়েছিলেন পাড়াবাসীকে। 

তিনি বলেন, সাবেক আইজিপি নামে পুলিশি কর্মরত চট্টগ্রামের দুজন কর্মকর্তা কয়েক বছর আগে লামা ও জেলা সদরের কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে তংগোঝিরিপাড়া ও সবিচন্দ্র পাড়াবাসীর ১০০ একর জুমের জমি দখল করে নেন। সে সময় স্থানীয় জুনিয়ারা বাধা দিলে আইজিপিওএসপির বাগান জানিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দেয়া হয়। দখলদারীরা সেখানে একটি অধাপাকা বাড়ি ও নির্মাণ করেছেন। একটু দেখভাল করতেন ইব্রাহিম। ওই বাগানটিতে যাওয়ার জন্য জেলা পরিষদ থেকে এর পিছনে একটি সড়ক নির্মাণ করা হয়।

পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান,  চাঁদা দাবি ও জমি নিয়ে বিরোধের জেরে ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে সাবেক আইজিপির জমি দখল নিয়ে জনশ্রুতি থাকলেও বাস্তবে কোন নথি পত্র পাওয়া যায়নি।