২৬ ডিসেম্বর, ২০২৪

সিরাজগ‌ঞ্জে ট্রেনে কাটা পড়ে চা দোকানির মৃত্যু

সিরাজগ‌ঞ্জে ট্রেনে কাটা পড়ে চা দোকানির মৃত্যু

সিরাজগঞ্জ কামারখন্দে ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৪৪) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়ার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম আলোকদিয়া গ্রামের মো. হাসান শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কোহিনুর বেগম  দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বৃহস্প‌তিবার বেলা ১২ টার দি‌কে ঢাকা থেকে চিলাহাটিগামী “নীলসাগর এক্সপ্রেস” ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় কোহিনুর বেগম ট্রেনের নিচে কাটা পড়ে প‌রে ঘটনাস্থলে তি‌নি মারা যান।

তথ্যটি নিশ্চিত করে, জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। মৃতদেহ এখন তার নিজ বাড়িতেই আছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার এসআই তপন ঘোষ জানান, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।