১৯ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে একদল ডাকাত, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে একদল ডাকাত, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

একদল ডাকাত হানা দিয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকার রূপালী ব্যাংকে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতদল ব্যাংকটিতে হানা দেয়। 

বর্তমানে ব্যাংকটি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম মুক্ত প্রভাতকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

সূত্র জানায়, পাশের একটি মসজিদের মাইকে ব্যাংকটিতে ডাকাত প্রবেশের খবর প্রচার করা হয়। এসময় স্থনাীয় কয়েকশ লোক ব্যাংককের সামনের সড়কে জড়ো হয়। এক পর্যায়ে ব্যাংকের মূল ফটকে বাহির থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

পরে খবর পেয়ে র‌্যাব-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাংকটি ঘিরে ফেলে।