৭ রানে জিতল বাংলাদেশ
হাসান মাহমুদের করা ২০তম ওভারের পঞ্চম বলে বোল্ড হলেন ওবেদ ম্যাকয়। গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১৪০ রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল ৭ রানে। সেই সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিেেজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ একটা সময়ে হারের আতংকই ধরিয়ে দিয়েছিল। রোভমান পাওয়েল ও রোমারিও শেফার্ড ১৪ থেকে ১৬, এই তিন ওভারের মধ্যে ৫০ রান তুলে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের নাগালে নিয়ে গিয়েছিলেন।
সেখান থেকে রিশাদ, তাসকিনদের দুটি কম রানের ওভারে ম্যাচ শেষ ওভারে গড়ায় ৬ বলে ১০ রানের সমীকরণে। যে ওভারের তৃতীয় বলে পাওয়েল আর পঞ্চম বলে ওবেদ ম্যাকয়কে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ।