১৪ ডিসেম্বর, ২০২৪

ইসলামপুরে শহীদ বুদ্ধি  দিবস পলিত

ইসলামপুরে শহীদ বুদ্ধি  দিবস পলিত

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে শহীদ বুদ্ধি  দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ইসলামপুর সরকারি কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নূরেআলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহাম্মদ আলী।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মোরাদুজ্জামান।এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের  যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক মোনজুরুল হাসান, প্রভাষক মিনাক্ষী প্রসাদ সাহা, আপ্যায়ন সম্পাদক মঞ্জুরুল হক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফখরুল হাসান, সদস্য মাহমুদা সুলতানা,সুলতান আহমেদ, মোহাম্মদ জাকির ইমতিয়াজসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মচারীরা।  

আলোচনা সভায়  ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা,মুক্তিযুদ্ধের শেষ দিকে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পুরো জাতিকে মেধাশূন্য করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।