৪ ফিফটিতে ৩২১ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের শেষ ম্যাচটিও হারতে হয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের এই স্টেডিয়ামে আগের দুটি ম্যাচ হেরে আগেই সিরিজ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দুই টেস্টের একটিতে জয় নিয়ে সিরিজ সমতায় আনলেও ওয়ানডেতে মিরাজ হয়েছেন ধবলধোলাই। ধবলধোলাইয়ের সেই হতশা কাটিয়ে এবার লড়াই করতে মাঠে নামবেন সৌম্যরা।
১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়। একই মাঠে ১৮ ডিসেম্বর দ্বিতীয় এবং শেষ টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার অবশ্য ২০ ওভারের এই সংস্করণে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর প্রত্যায় ব্যক্ত করেছেন। ওয়ানডে ম্যাচে জয় না এলেও ব্যাটাররা রান পাওয়ায় তিনি এই আশা ব্যক্ত করেছেন।