১৪ ডিসেম্বর, ২০২৪

রাণীশংকৈলে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড নারী ফুটবল একাডেমী মাঠে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার “যুব শক্তিতেই আর্থ-সামাজিক মুক্তি” স্লোগানে ন্যাশনাল ইয়ুথ সামিথ এডুকোর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের(ইএসডিও) আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা হয়। এতে উপজেলার ৪০টি কিশোর কিশোরী ক্লাবের প্রায় ২০০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে। এ সময় কিশোরীদের ভলিবল,কিশোরী কিশোরীদের পৃথক ক্রিকেট ও ফুটবলের প্রীতি ম্যাচ হয়।  খেলাধুলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। 

এতে এডুকোর সহকারী প্রকল্প পরিচালক ও ফোকাল পারসন ইএসডিও নির্মল মজুদারের সভাপ্রধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান,রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম,রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতুনের সভাপতি সফিকুল ইসলামসহ খেলা পরিচালনায় সোহেল রানা,আব্দুর রাজ্জাক,সহ এডুকোর কর্মীবৃন্দ।