১১ ডিসেম্বর, ২০২৪

লংমার্চ নিয়ে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের যাত্রা

লংমার্চ নিয়ে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের যাত্রা

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ নিয়ে যাত্রা শুরু করেছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ নিয়ে যাত্রা শুরু করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ করছে বিএনপির তিন সংগঠন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল ৭টার পর থেকে বিএনপির তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

এসময় নেতাকর্মী-সমর্থকেরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

লংমার্চে থাকা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব পাটোয়ারী মুক্ত প্রভাতকে বলেন, তারা বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সকাল ১০ টার দিকে নয়াপল্টন থেকে লংমার্চ শুরু করেন। লংমার্চের বহরে প্রায় দুই হাজার গাড়ি রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজেদের কথায় চলুক, এটা ভারত চায়না। দিল্লির কথায় চলতে হবে কেন? বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেননি।